You are here: Home : News Updates : ১ মাদারবোর্ডে ২ উপহার
১ মাদারবোর্ডে ২ উপহার
20-01-2017
নতুন বছরে এমএসআই ব্র্যান্ডের নির্দিষ্ট একটি গেমিং মাদারবোর্ডের সঙ্গে একটি গেমিং মাউস এবং আরো একটি মগ উপহার দিচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য-সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
স্টক থাকা পর্যন্ত দেশের যেকোনো প্রযুক্তি বাজার থেকে এই সুবিধা মিলবে।
ক্রেইট সিরিজের জেড১৭০এ মডেলের ষষ্ঠ প্রজন্মের স্টিলসিরিজ সার্টিফায়েড এমএসআই মাদারবোর্ডটি সর্বশেষ প্রযুক্তির ডিডিআর৪ মেমরি সমর্থন করে। এতে আছে ১১৫১ সকেট যা ইন্টেল কোর, পেন্টিয়াম এমনকি সেলেরন প্রসেসরও ব্যবহার করা যায় নির্দ্বিধায়।
দ্বিতীয় প্রজন্মের ইউএসবি ৩.১ পোর্টটি সংযুক্ত ডিভাইসের পারফরমেন্স দ্বিগুণ করেছে মেলেটারি ক্লাস ৫ ঘরনার টাইটেনিয়াম চক সমৃদ্ধ ‘ক্লিক বায়স ৫’ জয়ী মাদারবোর্ডটিতে। অনভিপ্রেত যান্ত্রিক ত্রুটি সমাধানের পথ বাতলে দিতে মাদারবোর্ডটিতে রয়েছে ইজেড ডিবাগ এলইডি বাতি। ই-সোপর্টস খেলোয়াড়দের কাছে আরাধ্য এই মাদারবোর্ডটির দাম ১৬ হাজার টাকা।
Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road
Dhaka – 1205, Bangladesh
Email:info@computersourcebd.com
Phone: +880-2-9121484, +880-2-9127592
House # 11/B, Road # 12 (New) 31 (Old),
Dhanmondi R/A, Dhaka – 1209
Email: support@computersourcebd.com
Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road, Dhaka-1205
Bangladesh
Copyright ©2018 Computer Source. All Rights Reserved.